বরুড়া প্রতিনিধিঃ
আজ (৩০মে) বরুড়ায় শেষ হলো মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের তিনদিন ব্যাপী ভার্চুয়াল পদ্ধতিতে পাঠদানের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা। এ প্রশিক্ষণে বরুড়া উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইটি প্রশিক্ষক সালেহ আহমেদ।
দেখা গেছে এ কর্মশালায় প্রশিক্ষণকালে মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম অনুষ্ঠানটিকে প্রাণবন্ত, প্রাণচঞ্চল করে রাখার জন্য প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে বিভিন্ন রোমান্টিক কৌতুক ও গানে মাতিয়ে রাখেন। এতে করে প্রশিক্ষণে একাগ্রচিত্ততা ও শিখার উদ্দীপনা আরো হাজার গুণ বেড়ে যায়।
অত্যন্ত চৌকস ও কাজের প্রতি একনিষ্ঠ ভালোবাসার কারণেই বরুড়ার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম কুমিল্লা জেলার সেরা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।