কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
আজ (১৯মে) ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি হয়েছে বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী আহমেদ বাধন এবং সাধারণ সম্পাদক হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আরিফা আক্তার।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মোঃ নুরুল হুদা, ক্লাব অপারেশন এক্সিকিউটিভ মেহেনিগার আলম, সহকারী সাধারণ সম্পাদক লাবিবা ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মেহেদি হাসান মানিক, ক্যারিয়ার এম্বাসাডর এক্সিকিউটিভ সাদিয়া আফরিন, হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ কামরুন্নাহার পলি, ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ ফারহানা ইসলাম, কোঅপরেট অ্যাফেয়ার এক্সিকিউটিভ মোঃ শফিকুল ইসলাম, পাবলিক রিলেশন এন্ড মিডিয়া এক্সিকিউটিভ মোঃ আব্দুল্লাহ আল রায়হান।
উল্লেখ্য উক্ত কমিটি ২০২২-২৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।