নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জাতীয় সংসদের নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১১ মে) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ৩/এ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন এই সংসদ সদস্য।
আঞ্জুম সুলতানা সীমা নিজেই আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুর ২টা ১০ মিনিটের সময় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে কুমিল্লা সিটি নির্বাচনে দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। সে সঙ্গে তিনি তার দলীয় নেতা-কর্মী, কুমিল্লা সিটি কর্পোরেশনের বাসিন্দা ও ভোটারদের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে গত বৃহস্পতিবার (৫ মে) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ৩/এ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ শুরু হয়। চলবে আগামী ১১ মে ২০২২ বুধবার (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের করতে পারবেন।