বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ার ১নং আগানগর ইউপি’র শরাপতি(মধ্য পাড়া খন্দকার বাড়ি) গ্রামের আবু তাহেরের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দুই টিন শেট ঘর পুড়ে ছাই।এ ঘটনায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।উদ্ধার হয় সাত লক্ষাধিক টাকার মালামাল।
বৃহস্পতিবার ভোর ৫টায় আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ভোর ৫টায় হটাৎ করে ঘরে আগুন লেগে গেলে বাড়ির লোকজন নেভানোর চেষ্টা করে।পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের অবস্থা ভয়াবহ আকার ধারন করলে দ্রুত বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে বরুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার(ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান বলেন,আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌছে দ্রুত আগুন নিভানোর চেষ্টা করি। প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।এ ঘটনায় দুই বসত ঘর পুড়েছে।প্রাথমিকভাবে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধরা হয়েছে।আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নেভাতে পারায় প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছি”।