মোঃ আব্বাস আলীঃ
কোটবাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার (৩০ এপ্রিল) কুমিল্লা নগরীর কোটবাড়ি পাহাড়িকা রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বাবদ ৫০০০০ টাকা প্রদান, কর্মহীন মানুষকে সচ্ছল হওয়ার জন্য প্রায় এক লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান , ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম ,ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম , মোঃ খলিলুর রহমান , কাজী মহিউদ্দিন, মো.ফরহাদ হোসেন মজুমদার সহ প্রমুখ।
উল্লেখ্য, মানবতার কল্যাণে, সমাজের উন্নয়নে আমরা আছি আপনার পাশে স্লোগানকে ধারণ করে ২০২১ সালে কোটবাড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু করে।