আবুল বাশার (দেবিদ্বার) কুমিল্লা:
কুমিল্লায় দেবিদ্বারে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলা চত্ত্বরে অসহায় ও দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বলা বাহল্য এই সংগঠনটি যারা চালিয়ে নিয়ে যাচ্ছে তারা প্রত্যেকে স্টুডেন্ট। সংগঠনের প্রতিষ্ঠাতা নাহিদা সুলতানা ইমরোজ’র নেতৃত্বে এই কার্যক্রম সম্পন্ন হয়।
প্রধান সংগঠক নাহিদা সুলতানা ইমরোজ
বলেন ইনশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী প্রতি বছর সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার চেষ্টা করব।
স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আল সিয়াম বলেন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইদ সামগ্রী দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল সিয়াম, সহ-সভাপতি ওসমান গনি ইমন, সাধারণ সম্পাদক কিবরিয়া মাহমুদ,আকলিমা হক, ইসরাত ইশরা, জাহিদ হাসানসহ অন্যান্যরা। স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতি বছর সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সেই ধারাবাহিকতায় এবারও এই উদ্যোগ নেয়া হয়েছে। ইদ সামগ্রীর মধ্যে ছিল দুই কেজি চাল, দুই কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, সেমাই দুই প্যাকেট, এক প্যাকেট গুঁড়ো দুধ এবং আলু দুই কেজি।