বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় সোহান(৬) ও রোহান (৪) নামে আপন দুই ভাইয়ের ড্রেজারের মাটি কাটা গর্তের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৮ এপ্রিল) বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে। দুই শিশু উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পেরুল গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ৯ টায় সাখাওয়াত হোসেন ধান কাটতে মাঠে রওনা দিলে দুই ছেলেও বাবার সাথে ধানক্ষেতে যায়। বেলা বেড়ে গেলে বাচ্চাদের গায়ে রোদ লেগে কষ্ট হবে ভেবে বাবা সকাল ১০ টার সময় দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেয়। দীর্ঘ সময় মা, দুই ভাই বাড়িতে না যাওয়ায় তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে এলাকার আশেপাশে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিখোঁজ সংবাদ প্রচার করে। বিকাল ৩ টায় এক মহিলা দেখতে পান দুই শিশু দ্বীন মোহাম্মদ নামের এক ব্যক্তির ড্রেজারে মাটি কাটার গর্তের পানিতে ভেসে উঠছে। খবর পেয়ে এলাকার লোকজন এসে দুই শিশুকে গর্ত থেকে মৃত উদ্ধার করে।
লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন,ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি।ব্যপারটা দুঃখজনক।এ বাবার এক সাথে দুই সন্তানের মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।শিশুদের পিতা শাখাওয়াতকে শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি।আল্লাহ তাকে এ শোক সইবার শক্তি দান করুক”।
এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সত্যিই ব্যপারটা খুবই দুঃখজনক।আমার পক্ষ থেকে একটা কথা বলবো, প্রতিটা অভিবাবক যেন শিশুদের নিয়ে অনেক সচেতন থাকে”।