কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লালমাই উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন লালমাই-সদর দক্ষিণ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল এবং নবীনবরণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকাল ৩.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করিম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এমদাদুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক শাহিদা আফরিন, চাঁদপুর শাহরাস্তি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি (ল্যান্ড) আমজাদ হোসেন অর্ণব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।