কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নোয়াখালী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠানে ইফতারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিক এবং রসায়ন বিভাগের প্রভাষক শারমিন আকতার রুপা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কামরুল হাসান ইমরান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানসহ অন্যান্য সদস্যরা।
সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা আঞ্চলিক সংগঠন। প্রত্যেক সংগঠনেরই বিশেষ কিছু কার্যক্রম থাকে প্রতিবছর। তারই অংশ হিসেবে আমরা ইফতার ও দোয়ার আয়োজন করেছি। আঞ্চলিক সংগঠনে মানুষ নাড়ির টানেই আসে আর সেই টান থেকেই আজকে আমরা সবাই একত্রিত হয়েছি।