মোঃ শাহীন আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মোঃ কামরুল হুদা বলেছেন, সরকার অন্যায়ভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সরকারের সে ষড়যন্ত্র নস্যাত হয়ে যাবে। তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন।
শনিবার চৌদ্দগ্রাম বাজারের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌরসভা বিএনপির ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইয়াছিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু।
পৌরসভা বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, সহ সাধারন সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, আবদুর রউপ হৃদয় হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদল সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাসনাত মোঃ জোবায়ের, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক আবদুর রাজ্জাক রাজু, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, পৌরসভা যুবদল নেতা মোঃ হাসান, পৌরসভা মৎসজীবি দলের সভাপতি মাসুদ রানা সুজন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, তৃণমূল দল, মৎসজীবি দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।