আবুল বাশার, দেবিদ্বার (কুমিল্লা):
কুমিল্লার বুড়িচং উপজেলায় গত বুধবার গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার (২৮) হত্যার ঘটনায় আসামী রাজুকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে শনিবার বিকাল ৩টায় দেবিদ্বার প্রেসক্লাবের আয়োজনে নিউ মার্কেটের স্বাধীনতা চত্ত্বরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাসুমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. ফখরুল ইসলাম সাগর, মো. এনামুল হক, মাসুদ রানা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসাইন জনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজ, গবেষণা সম্পাদক মো. আবুল বাসার প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, চারদিন পার হলেও আইনশৃংখলা বাহিনী মূল আসামী কুখ্যাত মাদক কারবারী রাজুকে গ্রেফতার করতে পারেনি। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী থেকে অবিলম্বে কুখ্যাত খুনি রাজুকে গ্রেফতারের দাবি জানান সাংবাদিকরা। পুলিশ ও র্যাবকে তথ্য দিয়ে মাদকদ্রব্য জব্দ করতে সহায়তা করায় এবং মাদক ব্যবসা নিয়ে প্রতিবেদন করায় মাদক ব্যবসায়ীরা মহিউদ্দিনের ওপর ক্ষিপ্ত ছিল। এ কারণেই মাদক ব্যবসায়ীরা মহিউদ্দিনকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। খুনি রাজুকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে সাংবাদিকরা বলেন, কেউ যদি মনে করে সাংবাদিকরা অসহায় তাহলে সেটা হবে ভুল ধারণা। সাংবাদিকরা এক দিনেই দেশ অচল করে দেওয়ার ক্ষমতা রাখে, দয়া করে আমাদের মাঠে নামাবেন না। যদি খুনি রাজুকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচীর ডাক দেবো।
উল্লেখ্য, সংবাদকর্মী বুধবার রাতে জেলার বুড়িচং উপজেলার শঙ্কুচাইল সীমান্তে মাদক ব্যবসায়ীদের গুলিতে প্রাণ হারান। মহিউদ্দিন সরকার ওরফে নাঈম স্থানীয় কুমিল্লার ডাক পত্রিকা এবং এর আগে আনন্দ টিভিতে কাজ করতেন। তিনি ওই উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন সরকারের ছেলে।