কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক শাকিল ইয়াকুব এবং সংগঠনটির সাবেক সভাপতি রাসেল আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সাধারণ সম্পাদক শাকিল ইয়াকুব বলেন, ব্যস্ততার কারণে আমাদের শিক্ষকরা আমাদের সাথে যুক্ত হতে পারেনি। সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আমরা ভালো একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। এইজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ।