ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান মোঃ মজিবুর রহমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ ৪ এপ্রিল ২০২২ খ্রি, যুগ্ন সচিব শাহিনা ফেরদৌসীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেন।
জানাগেছে,তিনি গত ১৮/১০/২০২১ খ্রি. উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার সম মর্যাদায় চট্রগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার আঞ্চলিক মুরগীর খামারে পল্ট্রি নিউট্রেশনিষ্ট হিসাবে যোগদান করেন। এর পূর্বে তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবং জাতীয় চিড়িয়াখানায় জুনিয়র অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মিজানুর রহমানের ছেলে ও হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো.ফজলুল হক মোল্লার বড় মেয়ে হোমনা টিউলিপ প্রশাসন ইনিস্টিটিউট এর প্রধান শিক্ষক হাসনা হেনা ম্যাডামের স্বামী।
তিনি দুলালপুর চন্দ্রমনি বহুমূখি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হোমনা সরকারী ডিগ্রি কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি (এ.এইচ) ও এমএস( এনিম্যাল নিউট্রিশন) সম্পন্ন করেন।
পরে ১৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়ে ১৯৯৯ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় জুনিয়র অফিসার হিসাবে যোগদান করেন। পরে ঢাকাস্থ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে সিনিয়র স্কেলে পদোন্নতি পান।
পরবর্তীতে ২০১১ সালের ৩ মে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমমান পদে পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ_কর্মকর্তা হিসাবে কুমিল্লায় যোগদান করেন। ২০১২ সালে তিনি কুমিল্লার আদর্শ উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
এছাড়া তিনি নরসিংদী জেলার রায়পুরা ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন