কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগের ১ম ব্যাচের র্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ র ্যাগডের আয়োজন করে শিক্ষার্থীরা।
র্যাগ ডে উপলক্ষে সকাল ১০টায় আইন বিভাগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের সভাপতি আবু বকর ছিদ্দিক মাছুম। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্ল্যাশ মোবের আয়োজন করা হয়।
পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি আবু বকর ছিদ্দিক মাসুম, সাবেক সভাপতি রোকসানা আক্তার, সিসিএন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাজলসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।