নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে মহান স্বাধীনাতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও পরে একই দিন বিকেলে নাঙ্গলকোট প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, এছহাক ভূঁইয়া, পৌর প্যানেল মেয়র সাদেক হোসেন, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান মজুমদার, আবুল কাশেম সহ মুক্তিযোদ্ধা বৃন্দ, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ সায়েম মাহবুব, সভাপতি (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন দুলাল, সহ সভাপতি এইচ এম আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য রবিউল হোসাইন রাজু প্রমুখ।
পরে একই দিন বিকেলে নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।