মোঃ সোহেল ইসলাম, ব্রাক্ষণপাড়া প্রতিনিধিঃ
নানান কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সারা দেশের ন্যায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণপাড়া থানা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্রাহ্মণপাড়া জোনাল অফিস, সরকারি বঙ্গবন্ধু কলেজসহ বিভিন্ন কলেজ, স্কুল-মাদ্রাসা, কিন্টারগার্ডেন এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ছিলো ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল এতিমখানা ও থানা হাজতে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধায় দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইয়া চেয়ারম্যান তাহমিনা হক পপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ।