কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের উদ্যেগে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
২৫ মার্চ (শুক্রবার) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তিনি বলেন, ২৫ শে মার্চ গণহত্যা দিবসে শহীদের স্মরণে আমরা বিভাগের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন করেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক ফয়জুল ইসলাম ফিরোজসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।