মহিউদ্দিন ভূইয়া:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়। ২২/০৫/২০২৩ তারিখ হতে ২৮-৫-২০২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজে ২৪ মে বুধবার ভূমি বিষয়ক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো: আবদুর রহমান কর্তৃক “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” স্লোগানে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোগ সমূহ সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবগত করা হয়।
এতে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতি, ভূমি উন্নয়ন কর আদায়ের গুরুত্ব, অনলাইনে ই-নামজারির পদ্ধতি ও জমি ক্রয়ের পরে দ্রুত নামজারি করার গুরুত্ব, পর্চা/খতিয়ান ও মৌজা ম্যাপ পোস্ট অফিসের মাধ্যমে পাওয়ার অনলাইন আবেদন প্রক্রিয়া,স্মার্ট ভূমি পিডিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের মাঝে আলোচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন লালমাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহরলাল দত্ত সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।