সৌরভ লোধ,বরুড়াঃ
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর বাজারে আগুন লেগে আট দোকান পুড়ে ছাই। এ সময় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বুধবার ভোর ৪ টার দিকে নলুয়া চাঁদপুর বাজারে সড়কের উওরপাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম জানান,
সকালে আমি জানতে পারি,তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে উপস্থিত হই,তখন মোটরসাইকেল গেরেজের একটি ছেলের থেকে বিস্তারিত খবর নেই,ঐ ছেলে শুরু থেকেই সেখানে ছিলো, রাতে দোকানে ঘুমাতো সে।
নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানতে পারি।
তারপর আমাদের উপজেলা চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম দুপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলতে স্পটে উপস্থিত হোন,আমি সহ উপজেলা চেয়ারম্যান মহোদয় সম্পূর্ণ স্থান পরিদর্শন করি।
স্থানীয় চেয়ারম্যান আরও বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। এবং তালিকা উপজেলায় নির্বাহী অফিসারের অফিসে পাঠানো হয়েছে। এক কপি উপজেলা চেয়ারম্যান এর এর কাছে পাঠানো হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।
বাজারে থাকা নৈশপ্রহরী বলেন,
আগুন দেখতে পেয়ে প্রথমে মোটর সাইকেল গেরেজে থাকা বাপ্পি নামের ছেলেকে ডেকে তুলি।
তারপর মসজিদের মাইকে ঘোষণা দেই, বাজারে থাকা লোকজন সহ সব ব্যবসায়ীক কে ফোন দিতে থাকি। তখন বিদ্যুৎ থাকায় দোকানের ভিতর বা আশেপাশে যাওয়া আমাদের সম্ভব হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে একটি ওয়ার্কশপ, চা দোকান, কনফেকশনারি, দুইটা সেলুন, মোটরসাইকেল গেরেজ, ও একটি ভাতের হোটেল সহ মোট ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাজারে থাকা লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শাহরাস্তি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মোঃ আলী মিয়া জানান, খবর পেয়ে শাহরাস্তি ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আমাদের পাশাপাশি লাকসাম ফায়ার স্টেশন থেকেও এক ইউনিট আসে।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।