মাজহারুল ইসলাম নোমান, নিজস্ব প্রতিনিধি:
সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের প্রয়াৎ জনপ্রিয় চেয়ারম্যান হাজী শাহজালালের কবর জিয়ারত মোনাজাত শেষে পরিবারের সাথে স্মৃতিচারণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান মনিরুল হক সাক্কু।
পারিবারিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক ও ব্যক্তিগত সুসম্পর্ক ছিলেন বলে জানান তিনি। পরবর্তী যেকোনো কার্যক্রমে বা পরিস্থিতিতে শাহজালালের পরিবারের পাশে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন বলে জানান তিনি । এসময় সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সহ বিএনপির মহানগরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ, নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে বৃহস্পতিবার সকাল ৭:০০ টায় মৃত্যুবরণ করেন এবং বাদ আছর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মনিরুল হক সাক্কু কবর জিয়ারত পরবর্তী মতবিনিময় ও স্মৃতিচারনে উপস্থিত ছিলেন মরহুম হাজী শাহজালাল চেয়ারম্যানের পরিবার বর্গ, আব্দুল মমিন মেম্বার, শফিকুর রহমান মেম্বার, নজির মেম্বার, আব্দুস সোবহান চেয়ারম্যান, রাকিবুল ইসলাম মোল্লা সহ গ্রামের শোকাহত ব্যক্তিবর্গ।