স্টাফ রিপোর্টার :-
কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেচ্ছাসেবী সংগঠন আলোকিত আলীরচরের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের আলীরচর গ্রামে সংগঠনটির প্রধান কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মোঃ জয়দুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিনের সঞ্চালনায় অন্যান্য সদস্যদের সার্বিক সহযোগিতায় প্রায় ২০০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক মোল্লা।
ঈদের আগে সেমাই, চিনি, দুধ, চাউল, মুড়ি, ছোলা, মসলা, ইত্যাদি একসঙ্গে পেয়ে উচ্ছাসিত হয়ে পড়েন অসহায় মানুষগুলো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু লাইছ মোল্লা, প্রচার সম্পাদক জামান মোল্লা, মো: কামরুল হাসান, মো: সিরাজুল ইসলাম, সদস্য আরাফাত হোসেন, সোহেল মিয়া প্রমূখ।
এ ব্যাপারে সংগঠনটির সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসহায় গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। তারা যেন সুন্দরভাবে ঈদটা পালন করতে পারে তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস”।
প্রসঙ্গত, সংগঠনটি ২০২০ সালের প্রথম দিক দিয়ে যাত্রা শুরু করলেও করোনার লকডাউনে বিভিন্ন সহায়তার মাধ্যমে অসহায়দের পাশে দাড়িয়েছিল। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা, বাল্য বিবাহ রোধ, সেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ, অসহায় মেয়ের বিয়ের খরচ চালানোসহ মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছে।