নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থ্যতা কামনায় আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই এপ্রিল) বিকেলে স্থানীয় মিয়াবাজারে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র আলোচনা রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার ফিরোজ।
উজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সদস্য আব্দুস সোবহান চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী কবির হোসেন, জেলা যুবদল নেতা রাসেল আহমেদ মজুমদার, উজিরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন মজুঃ রুবেল, দক্ষিন জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মির্জা মোঃ হিরণ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইমরান মজুমদার, পৌর যুবদল নেতা কামাল হোসেন মিয়াজী, পৌর বিএনপি নেতা মোঃ ইয়াছিন, যুবদল নেতা ইয়াছিন, খলিল, উপজেলা ছাত্রদল ফাউন্ডেশনের সদস্য মোঃ সুমন, স্বেচ্ছাসেবকদল নেতা মহিন, এন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মীর শাহাদাত হোসেন রিয়াজ প্রমুখ।