বিদ্যুত, গ্যাস সহ দ্রব্যমূল্যোর লাগামহীন উর্ধ্বগতি,দূর্নীতির প্রতিবাদ, এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে ইউনিয়ন পর্যায়ে গণ অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা সদর দক্ষিণের পশ্চিম জোড়কানন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়।
অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দঃ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোস্তফা মোরশেদ আহমেদ চৌধুরী।
অবস্থান কর্মসূচিতে পশ্চিম জোড়কানন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মমিনের সভাপতিত্বে এবং জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহজালাল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক এড,আখতার হোসাইন, সদস্য সচিব কুমিল্লা দক্ষিণাঞ্চল ইউসুপ আলী মীর পিন্টু , সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক ওমর ফারুক আহমেদ চৌধুরী, সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি, সেচ্ছাসেবকল, যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতা কর্মীরা।
অবস্থান কর্মসূচী ও ইফতার মাহফিলে ইসলামিক আলোচনা ও দোয়া পরিচালনা করেন বটগ্রাম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওঃ মনিরুল ইসলাম