মোঃ মনির হোসেন, বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের আয়োজনে “কুরআন তেলোয়াত ও আজান” প্রতিযোগিতার সিজন-২ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৭ এপ্রিল) বাহরাইনের মানামা গাল্ফ গেইট হোটেলে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রেসিডেন্ট আল আমিন মুহাম্মদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মুস্তাফিজ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব ড. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এম্বাসীর প্রথম সচিব (শ্রম) জনাব মাহফুজুর রহমান, বিজনেস ফোরামের সভাপতি জনাব আইনুল হক, বিজনেস কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমেদ, বিজনেস কমিউনিটির সাধারন সম্পাদক জনাব আলাউদ্দিন, বিশিষ্ট রাজনিতিবিদ আকবর হোসেন, বিয়ন মানির মার্কেটিং ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
৪ টি গ্রুপে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিগ্রুপে ৫ জন করে ২০ জন নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে ক্লাবের পক্ষ থেকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন মান্যবর রাস্ট্রদূত।
এছাড়া Perfume Point ও Linnas Travel এর পক্ষ থেকে বিভিন্ন গিফ্ট তুলে দেওয়া হয়।
প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইমন ও মোজাম্মেল কিং, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, এক্সিকিউটিভ মেম্বার তপন, মহসিন, শাহীন, টিমলিডার আরিফুল রাজু, নাজমুল সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।