সৌরভ লোধ(বরুড়া)কুমিল্লাঃ
হিন্দু ধর্মালম্বীদের এক প্রাচীন ঐতিহ্য কালির ডাক।
কেউ কেউ এটাকে কালির নাচ,কালির নৃত্য, হরি নৃত্য, কালির সাজ নামেও চেনে।
বিলুপ্ত এই কালির ডাক প্রায় দুই যুগ পর দেখা মেললো বরুড়ার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামে।
চাঁদপুরের মেহের কালীবাড়ির হরিসংঘ থেকে এক ঝাঁক তরুন পুরাতন এই ঐতিহ্য কে ধরে রাখতে উদ্যোগ টি গ্রহণ করে।
বৃহস্পতিবার রাত ১০ টায় হরিসংঘের সদস্যরা উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামের হিন্দু ধর্মালম্বীদের বাড়িতে মা কালি সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মা কালির নৃত্য পরিবেশনা করেন।
পুরাতন বিলুপ্ত এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য গ্রামের নানা শ্রেণির মানুষ থেকে প্রশংসা পাচ্ছেন এই সংঘের সদস্যগন।