চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সোনার আংটি চুরির অভিযোগ এনে এক শিশুকে ঘরের দরজা বন্ধ করে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ আল করা গ্রামের ইনকাম টেক্সের বাডীতে ।
থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ আলকরা গ্রামের ইনকাম টেক্স বাডীর সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী আসমা আক্তার রিপা তার আংটি চুরি হওয়ার অভিযোগ এনে একই বাডীর আবদুল জলিলের মেয়ে নুসরাত জাহান লিজা ( ১১) কে স্কুলে অধ্যয়নরত অবস্থায় স্কুল থেকে ডেকে এনে লোকজনের আড়ালে ঘরের দরজা বন্ধ করে শারীরিক নির্যাতন করে। তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে পিঠিয়ে মারত্বক জখম করে । এ সময় রিপার ঘর থেকে কান্নার চিৎকার শুনে বাড়ীর এক মহিলা বাহির থেকে রিপাকে ডেকে জিজ্ঞেস করলে রিপা বলে আমি আমার ছেলেকে মারছি তাই সে কান্না করছে । কিছুক্ষণ পর আবার চিৎকার এবং আমার আংটি কি করছিস দেয় এসব শুনতে পেয়ে ওই মহিলা । লিজার মাকে জিজ্ঞেস করে তোর মেয়ে কই, ও বলে আমার মেয়ে তো স্কুলে । পরে তারা রিপার ঘর থেকে নুসরাত জাহান লিজাকে উদ্ধার করে নিয়ে আসে। নুসরাত জাহান লিজার শরীরে মাইরের জখম দেখতে পায় । এই নিয়ে আব্দুল জলিলের স্ত্রী লিজার মা রোকসানা বেগম বাদী হয়ে খোরশেদ আলমের স্ত্রী আসমা আক্তার রিপাকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায় করেন। অভিযোগ নং ১১৯৮/২৩।
এ ব্যাপারে বিবাদী আসমা আক্তার রিপা সাংবাদিকদের জানান, আমি মারধর করি নাই, আমি শুধু তাকে জিজ্ঞেস করছি আমার আংটি চুরি করছে কিনা। মারধরের অভিযোগ মিথ্যা ।
এ বিষয় চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি তদন্ত করে আইন-আনুক ব্যবস্থা নেয়া হবে।