এইচ.এম.তামীম আহাম্মেদ:-
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউপির প্রসিদ্ধ হজ্জ ও ওমরাহর ট্রাভেলস “নাছিম ট্রাভেল”স থেকে এ বছরের রমজান মাসের ওমরাহ হজ্জ যাত্রীরা আজ ৩১ ই মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে কুমিল্লা ছেড়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা পথে সকল শুভাকাঙ্ক্ষী ও উপস্থিত মুরব্বীদের নিকট দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধর সকলের সু পরিচিত মুয়াল্লিম আলহাজ্ব মাওঃ মোঃ নাছিম উদ্দিন।
এ সময় তিনি বলেন; প্রতি মাসেই নাছিম ট্রাভেলস থেকে একটি ব্যাচ পবিত্র ওমরাহ হজ্জের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে থাকে । প্রতিবার ই আমি সাথে যাই,এবার ও তার ব্যাতিক্রম নয় “আলহামদুলিল্লাহ”। ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত রাখার সর্বচ্চো চেস্টা চালিয়ে যাবো। আমাদের জন্য সকলে দোয়া করবেন যাতে করে সহীহ ও সুন্দরভাবে ওমরাহর হজ্জের সফর শেষে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি।আমিও আপনাদের হয়ে সকলের জন্য নবীর রওজা শরীফে সালাম পৌঁছাব “ইনশাআল্লাহ”