সৌরভ লোধ(বরুড়া) কুমিল্লাঃ
সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার বরুড়া –লালমাই উপজেলার মিলনস্থল চন্ডিমুড়াতে
হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়েছে।
অষ্টমী স্নান উপলক্ষ্যে উপজেলার শ্রী শ্রী শিব ও চন্ডী মন্দির সংলগ্ন দূতিয়া দিঘীর
তীরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন স্থানীয় প্রশাসন ও স্নান উৎসব কমিটি।
হাজারো পুণ্যার্থী দীঘির পাড়ে ভোর থেকেই উপস্থিত হতে শুরু করে দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায়। আজ সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দর্শনার্থীদের ভীড় ছিলো চোখে পড়ার মত।
বুধবার ভোর চারটা থেকে শুরু হয়ে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত স্নাননের উত্তম লগ্ন ধার্য করা হয়েছে। তবে দিনব্যাপী স্নান চলবে।প্রায় ৪ শত বছর ধরে প্রতিবছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে এ পূণ্যস্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
স্নান উপলক্ষ্যে ঘাট এলাকায় দিনব্যাপী মেলার আয়োজন রয়েছে।