আবুল বাশার, দেবিদ্বার(কুমিল্লা) :
দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকতল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের নিউ মার্কেট চত্বরে এ মানববন্ধনে মাধ্যমিক সমিতির নেতৃবৃন্দ , উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশ নেন। এর আগে স্থানীয় একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষক নেতারা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, গত ১৫ মার্চ মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেনের বিরুদ্ধে বিদ্যালয় চলাকালে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দিনভর একটি সংঘবব্ধ চক্র বিদ্যালয়ে ভাংচুর, পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও দুটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে রাতে কুমিল্লার পুলিশ পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। এ ঘটনায় পর দিন ওই ছাত্রীর বাবা সফিউল্লাহ বাদী হয়ে ‘শ্লীলতাহানির’ অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি আবদুল মোমেন, সহসভাপতি আবু সেলিম ভূইয়া, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। শিক্ষক নেতৃবৃন্দ আরও বলেন, ‘মামলার অভিযোগে যে সময়ে ঘটনা উল্লেখ করা হয়েছে বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে এর সত্যতা পাওয়া যায়নি। ওই বিদ্যালয়ের কমিটি, নিয়োগ এবং স্থানীয় রাজনীতির বিভক্তির কারণে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে প্রধান শিক্ষককে গ্রেফতার ও দিনভর বিদ্যালয়ে তান্ডর চালানো হয়েছে।’ শিক্ষক নেতারা অবিলম্বে প্রধান শিক্ষকের মুক্তিসহ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।