সৌরভ লোধ(বরুড়া)কুমিল্লাঃ
বরুড়ায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ শে মার্চ ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয় এবং শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, সম্বন্বয়ে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দুপুর দুইটায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মোস্তফার সভাপতিত্বে দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পশুসম্পদ কর্মকর্তা নুসরাত সুলতানা তনু, অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন, তদন্ত ওসি নাহিদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১ (বরুড়া) ‘র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।