সৌরভ লোধ(বরুড়া)কুমিল্লাঃ
কুমিল্লার বরুড়ায় কৃষি জমি রক্ষায় ড্রেজার মেশিন চলাকালিন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। কৃষি জমি রক্ষায় বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তার মধ্যে চিতড্ডা ইউনিয়নে একটি মামলায় ড্রেজার মালিককে ৫০,০০০/- অর্থদণ্ড আরোপ করা হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গত বুধবার (২২শে মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, ও সংগীয় ফোর্স।
তিনি বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ড্রেজার এবং মাটি উত্তোলনে ভেকু ব্যবহার করা এবং আবাদী কৃষি জমি থেকে মাটি উত্তোলন করা আইনত দন্ডনীয় অপরাধ। উপজেলার যে কোন এলাকায় অবৈধ ভাবে ড্রেজার ও বেকু দিয়ে মাটি কাটা ও মাটি উত্তোলনের খবর পাওয়া মাত্র মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। বরুড়া উপজেলায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।