মো: আব্বাস আলী:
কুমিল্লা নগরীর টমচমব্রিজ রূপসী বাংলা কলেজে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার রূপসী বাংলা কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এতে কলেজ অধ্যক্ষ মো.ইয়াছিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপসী বাংলা কলেজের সভাপতি ও কুমিল্লা জর্জ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সাবেক স্পেশাল পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.ছিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপসী বাংলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া, রূপসী বাংলা সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারী মো.ফরহাদ হোসেন মজুমদার। আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক ও ডে সিফট এর ইনচার্জ মো. আনোয়ার হোসেন , মনিং সিফট এর ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক, মানবিক বিভাগের ইনচার্জ দিলসাধ আক্তার ভূইয়া ও অনুষ্ঠানের সঞ্চালক বিজ্ঞান বিভাগ এর ইনচার্জ সেলিনা ইলাম সহ প্রমুখ।