চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শক্রতার জের ধরে খড়ের চিনে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলা আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবু তাহের মজুমদারের বাড়ীতে।
ভুক্তভোগী আবু তাহের মজুমদার অভিযোগ করে জানান, আমার বাডীর পার্শে¦র মৃত আনু মিয়ার ছেলে ইয়াছিনের পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। এই নিয়ে গত বছরের ২৬ জুলাই আমার বাড়ীর পাশে মসজিদের সামনে ইয়াছিনের পরিবার আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক যখম করে। এ ঘটনায় থানায় মামলা করলে ইয়াছিন কয়েক মাস জেল খাটে জামিনে বের হয়ে এসে বিভিন্নভাবে হুমকি-দমকি দিয়ে থাকে। সর্বশেষ বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার সময় আমার বসবাসকৃত ঘরের পার্শে¦র খডের চিনে আগুন লাগিয়ে দেয়। প্রতিবেশীদের আত্মচিৎকারে ঘুম থেকে উঠে আমার সেলু চালিয়ে ও প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নেভানো হয়। বর্তমানে আবু তাহের মজুমদার ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
এ বিষয়ে অভিযুক্ত ইয়াছিন বলেন, ‘আমি আবু তাহেরে চিনে আগুল লাগানো বিষয় কিছুই জানি না। রাতে আমি ঘুমেছিলাম এবং সকালে উঠে আমি শুনতে পাই আবু তাহের খড়ের চিন পুড়ে গেছে’।