নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সাংবাদিক সমিতি,কুমিল্লা, সভাপতি,সাপ্তাহিক বর্ণপাঠ পত্রিকার সম্পাদক ,অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা নিউজের সম্পাদক ও ডেইলি নিউ এইজ পত্রিকার স্টাফ করেন্সপন্ডেড ইয়াসমীন রীমা Media Fellowship – 2022 on Tuberculosis led by icddr,b – USAID’s Bangladesh (ACTB) অর্জন করেন। এই ফেলোশিপের গবেষণার বিষয় ‘বাংলাদেশ যক্ষ্মা সচেতনা ও তার প্রতিকার।’
বলাবাহুল্য ইয়াসমীন রীমা HIV/AIDS and human rights and development, Climate Changes, Support to Digital Bangladesh (A2I) সহ বিভিন্ন বিষয়ের উপর দেশ- বিদেশের মোট ১১টি ফেলোশিপ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন । সাংবাদিকতায় জাতীয় ও আন্তর্জাতিক মোট ১৩টি পুরস্কার লাভ করেন।
আমেরিকা,শ্রীলংকা,নেপাল,পাকিস্তান,ফিলিপাইন,ভারতসহ প্রমুখ দেশে গবেষণা ও সেমিনারে জন্য পরিভ্রমণ করেন। ব্যক্তিগত জীবন ইয়াসমীন রীমা প্রখ্যাত ছড়াকার,কবি ও সাংবাদিক জাকির আজাদ বাবুর সহধর্মিনী ।