Sunday , 23 October 2022
  1. অন্যান্য সংবাদ
  2. উপজেলার খবর
  3. কুমিল্লা ইউনিভার্সিটি
  4. কুমিল্লার খবর
  5. চাঁদপুর জেলা
  6. চাকরির খবর
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাসের খবর
  10. বিনোদন
  11. ব্রাহ্মণবাড়িয়া জেলা
  12. মুক্ত মতামত ও ফিছার পোষ্ট
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

চৌদ্দগ্রামে আ’লীগ নেতা বুলুর ওপর হামলা, গাড়ী ভাংচুর

প্রতিবেদক
admin
October 23, 2022 3:39 am

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামীলীগের বেলজিয়াম শাখার সভাপতি বজলুর রশিদ বুলুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা তার ভাইকে বিবস্ত্র করে মারধর করে। এছাড়া তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

কুমিল্লা-১১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য একজন প্রার্থী বজলুল রশিদ বুলু এ ঘটনার জন্য তার দলের রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে আসছেন।

কুমিল্লায় আ.লীগ নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর
কুমিল্লায় আ.লীগ নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর
হামলার শিকার বজলুর রশিদ বুলু জানান, শনিবার তার সম্মানে চৌদ্দগ্রাম উপজেলার একটি অভিজাত হোটেলে তার অনুসারী দলের নেতাকর্মীরা একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। চৌদ্দগ্রামবাসীর ব্যানারে আয়োজিত ওই অনুষ্ঠানটি তার দলের রাজনৈতিক প্রতিপক্ষরা হামলা চালিয়ে পণ্ড করে দেয়। এতে তিনি আহত হন এবং তার ভাই সাব্বির আহমেদকে বিবস্ত্র করে মারধর করে তার মোবাইলটি ছিনিয়ে নেয়া হয়। এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়।

সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ওই হোটেলে ওনার উদ্দেশ্যে সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আমাকে কিছুই জানানো হয়নি, তবে সেখানে হামলা হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন।

সর্বশেষ - উপজেলার খবর