বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর রবিবার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় ১৭ অক্টোবর সোমবার জেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে বরুড়া বাজার বিকাল চারটা পর্যন্ত দোকান পাট বন্ধ রাখা, বিশেষ পরিস্থিতির কারণে উপজেলা পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা। (উপজেলা কমপ্লেক্স ভেতরে) উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ কথা বলেন। হাসপাতাল, ঔষধ, হোটেল ও কাঁচা বাজার খোলা থাকবে। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট চলবে। মোট ভোটার সংখ্যা ২১১ জন। ভোটারদের মধ্যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারগন বলে ভোটারদের বিষয়ে সভায় জানানো হয়। সভায় আরও জানানো সর্বোচ্চ নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ হবে, ভোট কেন্দ্রের চতুর্থপাশে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকার কথা জানানো হয়।