সৌরভ লোধ (বরুড়া) কুমিল্লাঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন” এর উদ্যোগে অসহায় হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের উপ প্রচার সম্পাদক আদনান, ইউনিট প্রধান (কুমিল্লা) তানভীর হোসেন, সহ ইউনিট প্রধান রিয়াজ, প্রচার সম্পাদক শাকিল, সহ প্রচার সম্পাদক নাঈম, সদস্য মনির হোসেন, নাদিম, রবিউল ইসলাম, খোরশেদ আলম, বায়েজিদ, সাগর কর্মকার, তারেক, শাহরিয়ার, রাফি প্রমুখ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে সারা দেশে। উৎসবে নতুন পোশাক কিনতে শপিংমল, বিপনি-বিতান এবং ফ্যাশন হাউজগুলোতে বিড় করছেন ক্রেতারা। কিন্তু তার মাঝেই আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের মুখে হাসি ফোঁটাতে এবং পুজোর আনন্দ ভাগাভাগি করতে প্রতিবারের ন্যায় এবারও বিশেষ উদ্যোগ নিল সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন।
বর্তমানে সংগঠনটি কুমিল্লা সহ ৪ টি জেলা ও ১ টি উপজেলার বিভিন্ন অঞ্চল জুড়ে ৫টি ইউনিট নিয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী ও হতদরিদ্রের বেঁচে থাকতে, অগ্রসর করতে এবং তাদের জীবন মান উন্নয়নে কাজ করছে।
সংগঠনের সহ-সভাপতি খলিলুর রহমান আগামীর পরিকল্পনা সম্পর্কে বলেন। হত দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের অগ্রসর করতে যা যা প্রয়োজন আমরা সবটুকুই করার চেষ্টা করছি। তাদের জীবন মান উন্নয়নে ভবিষ্যতে আরো বেশি স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের। আর কেবল ৪ টি জেলা ও ১ টি উপজেলায় নয় আস্তে আস্তে বাংলাদেশ এর সকল জেলায় আমরা আমাদের সেবা কার্যক্রম পরিচালনা করতে চাই