মোঃ সোহেল ইসলামঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের সুলতান ফকিরের বাড়ির জাকির মিয়ার বড় ছেলে মাসুম মিয়া (২০) মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সে গত মঙ্গলবার জ্বর নিয়ে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
তার শরীরিক অবস্থার অবনতি হলে কর্মরত কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকাল ১১ টায় তার নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।