Thursday , 8 September 2022
  1. অন্যান্য সংবাদ
  2. উপজেলার খবর
  3. কুমিল্লা ইউনিভার্সিটি
  4. কুমিল্লার খবর
  5. চাঁদপুর জেলা
  6. চাকরির খবর
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাসের খবর
  10. বিনোদন
  11. ব্রাহ্মণবাড়িয়া জেলা
  12. মুক্ত মতামত ও ফিচার পোষ্ট
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

কুমিল্লার বিজরায় ফুটবল খেলা নিয়ে ছাত্রদের সংঘর্ষ

প্রতিবেদক
admin
September 8, 2022 8:53 am

সৌরভ লোধঃ
কুমিল্লার বিজরা বাজারের পার্শ্ববর্তী স্কুল
অশ্বদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিজরা বাজারে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের কারন হিসেবে এক ছাত্র আমাদের জানান, অশ্বদিয়া স্কুলের এক ছাত্র ও মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের খেলা শেষের ফলাফল নিয়ে কথা কাটাকাটি জেরে এই সংঘর্ষ হয়।

হামলায় আহত হয় মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজান সিরাজ, শরীফ সহ ছাত্র অন্তত ১৫ জন।

এরমধ্যে ছাত্র জিহাদ ও শাহিদুলকে গুরুতর অবস্থায় লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আহত শিক্ষার্থীদের বিজরা একটি প্রাইভেট হাসপাতালে দেখতে যান উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও বাজার পরিচালনা কমিটির নেতারা। এসময় তারা আহতদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।

প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, উপজেলার আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার বিকালে রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় মাঠে মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও অশ্বদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। নির্ধারিত সময়ে অশ্বদিয়া উচ্চ বিদ্যালয়ের দুই গোল করে মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

পরবর্তী খেলায় অংশ নেওয়ার জন্য অশ্বদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা উল্লাস করতে শুরু করে খেলার মাঠে। এ সময় অশ্বদিয়া স্কুলের এক ছাত্র ও আলী নওয়াব ছাত্রের কথাকাটাকাটি হয়। এতে উভয়পক্ষের বাগবিতণ্ডায় হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনা দেখে রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ মাইকিং করে বলে দেয় কোনো ছাত্র মাঠ থেকে বাহির না হয় সে জন্য গেটের তালা লাগিয়ে দেয় গেটম্যান। পরে উভয় প্রতিষ্ঠানে খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এতে শিক্ষকরা বাধা দিলে দুই শিক্ষকের উপর হামলা করে অশ্বদিয়া স্কুলের ছাত্র ও বহিরাগত শিক্ষার্থীরা। এতে আরও ক্ষিপ্ত হয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলে সংঘর্ষ কিছুক্ষণের জন্য থেমে থাকে। তবে কিছুক্ষণ পর উভয় পক্ষের উত্তেজনায় আবারও শুরু হয় সংঘর্ষ। এলাকায় ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সংঘর্ষের কারণ হিসেবে মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয়ের আহত শিক্ষক শাহাজান সিরাজ আমাদের বলেন, খেলা শেষে ফলাফল নিয়ে তারা বাকবিতন্ডার সাথে চিরসবুজ বিদ্যালয়ের এক ছাত্র একটা মেয়ের সঙ্গে ধাক্কা খায়। সেটাও কেন্দ্র করে ছাত্রদের মধ্যে হামলা সৃষ্টি হয়। এতে আমরা বাধা দিলে বহিরাগত ছাত্র ও লোকজন আমাদের উপর হামলা চালিয়ে আহত করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়ালের মোবাইলে বারবার কল করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।।

সর্বশেষ - কুমিল্লার খবর

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবকদলের তিন নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় স্বাধীনতা দিবস পালন, এমপি সীমার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

মহিমান্বিত রজনি

দেবিদ্বার স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১০ দিনব্যাপী ইফতার বিতরণ উদ্বোধন

কুমিল্লা আইডিয়াল কলেজের প্রথম টিউটোরিয়াল পরীক্ষার ফলাফল প্রকাশ

চৌদ্দগ্রামে মোবাইল ক্রয় করাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বরুড়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

বর্ণাঢ্য আয়োজনে কুবিতে বিজয় দিবস উদযাপন

মাদরাসার শিক্ষার্থীদের সাথে আবদুছ ছালাম বেগের ইফতার

কুমিল্লা দেবিদ্বারের শপথ নিলেন ১৪ ইউপি চেয়ারম্যান