নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীতে এটিএন নিউজে লাইভ চলাকালে সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেলকে মারধরের প্রতিবাদ এবং বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদসহ হামলাকারীদের শাস্তির দাবিতে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত মানববন্ধনে কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় তারা বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ এর বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, ইনকিলাব কুমিল্লা প্রতিনিধি সাদিক হোসেন মামুন, দেশ রূপান্তর কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, মাই টিভি কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমূখ।
বক্তারা বলেন সাংবাদিকদেরদের উপর হামলাকারীদের আনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।
উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তারা সরকারের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন না। এ দৃশ্য সরাসরি সম্প্রচার (লাইভ) করা হচ্ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল (৫ সেপ্টেম্বর) এটিএন নিউজের সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।