আবুল বাশার, (দেবিদ্বার) কুমিল্লাঃ
দেবিদ্বার থানার হারশ্বার গ্রামে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের ঘটনায় ফেইজবুকে ভাইরাল হলে দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করে দেবিদ্বার থানা পুলিশ।
দেবিদ্বার থানাধীন হারশ্বার গ্রামের ভিকটিম মোসাঃ রুজিনা আক্তার(২০) কে তাহার স্বামী মোঃ শাহাদাত হোসেন(২৮), পিতা- মোঃ ইউনুস মিয়া, মাতা- নুর জাহান, সাং- হারশ্বার, থানা- দেবিদ্বার, রোববার সকালে স্বামীর বসত বাড়ীতে যৌতুক ও পারিবারিক বিরোধ নিয়া কিল, ঘুষি, লাথিসহ মারধর করিয়া আহত করে। উক্ত ঘটনা সংগঠনকালে ধারনকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভিকটিমের নির্যাতনকারী স্বামী মোঃ শাহাদাত হোসেন(২৮) পালিয়ে যায়।
দেবিদ্বার থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং ঘটনায় জড়িত আসামী মোঃ শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়।