চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল টাইগার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রৌপ্যকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় তারাশাইল দক্ষিণ পাড়া লায়ন্স ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারাশাইল পশ্চিমপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব।
শুক্রবার বিকেলে তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল।
উপজেলা আওয়ামী ওলানামা লীগের সাধারন সম্পাদক কাজী হাফেজ মোঃ বিলাল পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী,
কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মুজিবুল হক ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলম পাটোয়ারী, কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন ভুট্টু, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন শাকিল।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান সুজনের পরিচালনায় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মাষ্টার রেজাউল করিম, কনকাপৈত ইউনিয়নের প্রভাবশালী আ’লীগ নেতা মোঃ সুমন ভূঁইয়া, কনকাপৈত ইউনিয়ন যুবলীগে সিনিয়র সহসভাপতি কাজী নুরুল আফছার নয়ন, তারাশাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার গোলাম মোস্তফা, মাষ্টার শাখাওয়াৎ হোসেন, আয়োজক কমিটির সদস্য রাজিব, রিফাত, রায়হান, সাগর, খেলায় ধারা ভার্ষকার ছিলেন মাষ্টার গিয়াস উদ্দিন। উক্ত খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন পায়ের খোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার আবুল কালাম।