মোঃ নাছির আহাম্মেদ (সারজাহ, আরব আমিরাত)ঃ
-দিনে দিনে বেড়েই যাচ্ছে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের মৃত্যুর হার।পারিবারিক চাপ, আর্থিক সমস্যা, ভবিষ্যতের চিন্তা সহ নানা করনে স্ট্রোক করে প্রবাসে এক বুক অভিমান নিয়েই মৃত্যু বরণ করছে অনেক প্রবাসী।
তেমনি পরিবারের চাকা সচল রাখতে প্রবাসে পাড়ি দিয়েছিলেন কুমিল্লার জাহাঙ্গীর ও শাখাওয়াত, পরিবারের সচ্চলতা আনতে দিনরাত পরিশ্রম করে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করে চির অবসরে চলে গেলেন ।
স্থানীয় সুত্রে জানা যায়, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বড়কালী গ্রামের বাসিন্দা, আরব আমিরাত প্রবাসী জাহাঙ্গীর আলম সোমবার আবুধাবি আল আহলি হাসপাতালে স্থানীয় সময় সকাল ১১.৫৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।
এছাড়া অপরজন উপজেলার রায়কোট দক্ষিণ ইউপি’র বেল্টা দক্ষিনপাড়ার ওমান প্রবাসি মোঃ শাখাওয়াত হোসেন বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের সময় (স্ট্রোক) করে ওমান সালালা কাবুজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।