আবুল বাশার(দেবিদ্বার) কুমিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বারে চা দোকানে তর্কে জড়িয়ে সৃষ্ট ঝগড়ায় শান্ত নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শনিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে।
ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে নুরপুর গ্রামের মসজিদ মার্কেটে তুচ্ছ বিষয় নিয়ে তর্কে জড়ান আমেরিকা প্রবাসী জসিম মিয়ার ছেলে সাজিদ ও নুরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে শান্ত। এক পর্যায়ে তর্ক থেকে হাতাহাতি হয়। এসময় সাজিদ তার কাছে থাকা বিদেশী চাকু দিয়ে শান্তসহ আরও চারজনকে আঘাত করে আহত করে৷
স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আহত ওপর চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাদেমুল বাহার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।