সৌরভ লোধঃ
কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক মুদাফফরগঞ্জ বাজার ও লাকসাম মুদাফফরগঞ্জ পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ সিএনজি পুরনো স্ট্যান্ড থেকে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহানুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগ অধিদপ্তরের কর্মকর্তারা।
সড়ক জনপথ উপ বিভাগের প্রকৌশলী শফিকুর রহমান ভূঁইয়া জানান, কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফরগঞ্জ বাজারে তাদের অভিযান চলবে এবং এই অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট ভাঙ্গা হবে।