চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা বন্যায় প্লাবিত হয়ে দুর্দশায় ভোগছে লাখো মানুষ। গত কয়েক সপ্তাহ ধরে চলমান বন্যায় বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্যের গভীর সংকট। এসব এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সারাদেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে। হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের। সকলের অবস্থান থেকে খাদ্য সামগ্রী, পানি, ঔষধ সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে এগিয়ে এসেছে মানব সেবায়।
তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিভিন্ন পেশা শ্রেনীর মানুষের অর্থায়ন ও সহযোগিতায় প্রায় দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠন গুলো। তারা নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, পেঁয়াজ, হলুদ সহ বিভিন্ন ঔষধ সামগ্রী বিতরণ করেছে।
গত বুধবার (২৯ জুন) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি রুহুল আমিন, কুরছাপ রক্তবিন্দু সংগঠনের সদস্য ইব্রাহিম খলিল, মহিচাইল ভূঁইয়াপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক তারেক ভুঁইয়া, হৃদয়ে কুমিল্লার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকার, আবু নাইম, আবু হানিফ, তানভীর, হাসিব, জাহিদ প্রমুখ।